সঞ্চয়ের উপর সুদের হার যেমন কমছে, তেমনি দীর্ঘমেয়াদি সময়রেখায় শেয়ার বাজারের সূচক বাড়ছে। সেনসেক্স কিছুকাল আগেও ১০ হাজারের নিচে ছিল, আজ তা বেড়ে ৩০ হাজার ছুঁই ছুঁই। এই দুটি বিষয় গুরুত্ব দিলে, ই এল এস এস-গুলিতে করযোগ্য আয়ের একটা অংশ বিনিয়োগ করা যেতে পারে। কম ঝুঁকিপূর্ণ থেকে বেশি ঝুঁকির ই এল এস এস এখন পাওয়া যায়। ই এল এস এস-গুলি আদতে মিউচ্যুয়াল ফান্ড এবং এতে জমা টাকার উপর ৮০সি অনুযায়ী কর ছাড়যোগ্য। সাধারণত: ৬৫% বা তার বেশি পরিমাণ অর্থ এই ফান্ডগুলি শেয়ারে বিনিয়োগ করে। যত বেশি পরিমাণ অর্থ ফান্ডগুলি শেয়ারে লগ্নী করে, ঝুঁকি তত বেশি কিন্তু রিটার্ণও বেশি হওয়ার সম্ভাবনা। ই এল এস এস তিন বছরের লক-ইন অর্থাৎ প্রথম তিনবছর ঐ ফান্ড ভাঙ্গা যাবে না। তুলনা করলে, যেসব প্রকল্পে ফিক্সড রিটার্ণ পাওয়া যায়, সেগুলির বেশির ভাগক্ষেত্রেই ন্যূনতম লক-ইন সময় ৫ বছর। তাছাড়া, ই এল এস এস থেকে লক-ইন সময়ের পর টাকা তুললে, তা করমুক্ত। বাজারে যেসব ই এল এস এস আছে, সেগুলির একটি হলো কানাড়া রোবেকো ইক্যুইটি ট্যাক্স সেভার।