সিরিয়ায় সামরিক আঘাত তীব্রতর করছে রাশিয়া। কিন্তু এতে আপত্তিতে জানিয়েছে হোয়াইট হাউস। সন্ত্রাস দীর্ণ সিরিয়ায় ইসলামিক স্টেট-এর বাহিনীকে ধ্বংস করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক প্রয়াস জারি রয়েছে। এরই মাঝে রাশিয়া সিরিয়ায় অভিযান শুরু করে। হোয়াইট হাউসের পক্ষ থেকে রাশিয়াকে সতর্ক করে সিরিয়ার ব্যাপারে নাক না গলাতে বলেছে। সংবাদসংস্থার রিপোর্টে প্রকাশ, মার্কিন ও রাশিয়ান সামরিক আধিকারিকদের মধ্যে অন্তত পক্ষে একবার প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। আলোচনার মুখ্য বিষয় ছিল সিরিয়ায় উভয় দেশের সামরিক তৎপরতা নিয়ে দ্বন্দ্ব নিরসন। সংবাদসংস্থার খবর, রাশিয়ানরা সিরিয়ার যেসব অঞ্চলে বিমান আক্রমণ হেনেছে, সেসব অঞ্চলের বেশিরভাগ এলাকায় আইএসআইএস-এর উপস্থিতি নগন্য।
http://www.enewstime.in/?p=818
সিরিয়ায় রাশিয়ান সামরিক বাহিনীর আক্রমণ প্রসঙ্গে সেদেশের প্রখ্যাত সাংবাদিক জাইনা ইরহাইম সম্প্রতি টুইটে লিখেছেন, রাশিয়ার সামরিক অভিযানের কল্যাণে আইএসআইএস ভালো প্রচার পেলো, সিরিয়বাসীদের কাছে এখন দুটো রাস্তাই খোলা রয়েছে – হয় আইএসআইএস-এ যোগদান, নয়তো ইউরোপিয়ান ইউনিয়নে দেশান্তরী হওয়া। টুইট করে জাইনা জানান, এডলিব অঞ্চলে আইএসআইএস-র উপস্থিতি নিয়ে রাশিয়ানদের ভুল প্রচারের ফাঁদে পা দিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া।