গুজরাট সরকার অনুমতি দেয় নি, তবুও ‘একতা যাত্রা’ শুরু করার উদ্যোগ নিয়েছিলেন হার্দিক প্যাটেল। পরিনামে কয়েকজন সঙ্গী সহ গ্রেপ্তার হলেন প্যাটেল। শুক্রবারই গুজরাট সরকার ‘একতা যাত্রা’র আবেদন নাকচ করে দেয়। কিন্তু তা সত্ত্বেও হার্দিক প্যাটেল সুরাটে আজ, ১৯ সেপ্টেম্বর ‘একতা যাত্রা’র তোড়জোড় শুরু করার পর, পুলিশ তাকে ও তার কয়েকজন সমর্থকদের গ্রেপ্তার করেছে বলে খবরে প্রকাশ। গ্রেপ্তারের পর এদের জেলা পুলিশ সদরে নিয়ে যাওয়া হয়। হার্দিক প্যাটেল অভিযোগ করেন যে, রাজ্য সরকার এবং পুলিশ সেরাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে।
এদিকে, নভসারির জেলা সমাহর্তা আরএম মুথুদাথ জানিয়েছেন, অন্যান্য পশ্চাদপদ জাতি গোষ্ঠির (ও বি সি) নেতৃবৃন্দ এবং নভসারির আশেপাশের ৯১টি গ্রামের ওবিসি প্রতিনিধিরা একটি পাল্টা র্যালির জন্য আবেদন করেছিল। জেলা প্রশাসন সেই আবেদনও খারিজ করেছে।