Pro-mass News Bureau: Oct 14, 2015
২০০৪-০৫ সালকে ১০০ পয়েন্ট হিসেবে ভিত্তি ধরে সমস্ত ধরনের পণ্যসামগ্রীর পাইকারি মূল্য সূচক গত মাসে তার পূর্ববর্তী মাসের সূচক ১৭৬.৭ (সাময়িক) থেকে দশমিক ১% হ্রাস পেয়ে ১৭৬.৬ (সাময়িক) হয়েছে। পাইকারি মূল্য সূচকের ওপর ভিত্তি করে বার্ষিক মুদ্রাস্ফীতির হার গত মাসে দাঁড়িয়েছে ঋনাত্মক ৪.৫৪% (সাময়িক হিসেব মত); পূর্ববর্তী মাসে তা ছিল ঋনাত্মক ৪.৯৫% | পূর্ববর্তী বছর এসময়ে এর হার ছিল ২.৩৮%|
প্রাথমিক পণ্যসামগ্রীর মূল্য সূচক পূর্ববর্তী মাসের ২৫১.৫ (সাময়িক) থেকে ০.৪% বেড়ে গত মাসে (সেপ্টেম্বর) হয়েছে ২৫২.৯ (সাময়িক)। খাদ্যসামগ্রীভুক্ত পণ্যের ক্ষেত্রে সূচক গত মাসে তার পূর্ববর্তী মাসের সূচক ২৬২.৩ (সাময়িক) থেকে ০.৬% বেড়ে হয়েছে ২৬৪% (সাময়িক)। ছোলা, বিউলি, অড়হর ডাল, মাছ, ডিম, ফল ও সবজির প্রভৃতির দাম বৃদ্ধি পাওয়ায় সূচক বেড়েছে। তবে, গো-মাংস, মুরগীর মাংস, বার্লি, গম, চা, কফি, সামুদ্রিক মাছ, মুগ ডাল, ডিম এর দাম কমেছে।
খাদ্যসামগ্রী বহির্ভূত পণ্যের সূচক গত মাসে ১.৩% বেড়ে হয়েছে ২২০.২ (সাময়িক)। পূর্ববর্তী মাসে ঐ সকল পণ্যসামগ্রীর সূচক ছিল ২১৭.৪% (সাময়িক)। জ্বালানি ও শক্তি গোষ্ঠীভুক্ত সামগ্রীর সূচক গত মাসে তার পূর্ববর্তী মাসের সূচক ১৭৮.৭ (সাময়িক) থেকে ১.৭ শতাংশ কমে হয়েছে ১৭৫.৬ (সাময়িক)। ফার্নেস তেল, পেট্রোল, হাইস্পীড ডিজেল, বিটুমিন প্রভৃতির দাম কমার সূচক কমেছে। খনিজ গোষ্ঠীভুক্ত সামগ্রীর সূচকও গত মাসে ৪.৩% কমেছে | ম্যানুফেকচারিং ক্ষেত্রে পণ্য সামগ্রীর সূচক গত মাসে পূর্ববর্তী মাসের তুলনায় ০.১% বেড়েছে |