ProMASS Knowledge Domain: Feb 24, 2016:
বি এ আর সি’র অধিকর্তার দায়িত্ব নিলেন কে এন ব্যাস
গত ২৩ ফেব্রুয়ারি ভাবা আনবিক গবেষণা কেন্দ্র বা বি এ আর সি’র অধিকর্তার দায়িত্ব নিলেন প্রখ্যাত বিজ্ঞানী এবং এই কেন্দ্রেরই পূর্বতন সহ-অধিকর্তা (রিয়্যাক্টর প্রোজেক্ট গ্রুপ) শ্রী কে এন ব্যাস। তিনি আনবিক শক্তি কমিশন এবং আনবিক শক্তি দপ্তরের সচিব ডঃ শেখর বসুর স্থলাভিষিক্ত হলেন।
বি এ আর সি’র প্রশিক্ষণ কেন্দ্রের ২২-তম ব্যাচের আধিকারিক শ্রী ব্যাস এই কেন্দ্রের জ্বালানি নক্শা ও উন্নয়ন বিভাগে তাঁর কর্মজীবন শুরু করেন। বিগত ৩৬ বছরে তিনি আনবিক জ্বালানির নক্শা এবং পর্যালোচনার ক্ষেত্রে প্রভূত অভিজ্ঞতা সঞ্চয় করেন। পরিশেষে, রিয়্যাক্টর প্রোজেক্টস্ বিভাগের প্রধান হিসেবে রিয়্যাক্টরের নক্শা ও পর্যালোচনার কাজে নিজেকে সামিল করেন। তাপ উৎপাদক তরল পদার্থের গতিবিজ্ঞান সংক্রান্ত বিজ্ঞান চর্চাতেও তিনি যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছেন। উল্লেখ্য, ফ্রান্সের ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিয়্যাক্টর-এ যে প্রশিক্ষণমূলক ব্ল্যাঙ্কেট মডিউল প্রতিষ্ঠা করা হবে তাঁর নক্শা ও পর্যালোচনার কাজেও শ্রী ব্যাস অংশ নেন।
কেন্দ্রীয় তথ্য কমিশনে তথ্য কমিশনার পদে নিয়োগ
স্টাফ সিলেকশন কমিশনের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী অমিতাভ ভট্টাচার্য (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, জি জে: ১৯৮০), তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অবসরপ্রাপ্ত সচিব শ্রী বিমল জুলকা (ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এম পি : ১৯৭৯) এবং ক্যাবিনেট সচিবালয়ের অবসরপ্রাপ্ত সচিব (নিরাপত্তা)(ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এম টি ১৯৭৯)কেন্দ্রীয় তথ্য কমিশনের তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। উপরে উল্লিখিত নিযুক্তিগুলি যে তারিখ থেকে তাঁরা দায়িত্ব গ্রহণ করবেন সেই দিন থেকে পাঁচ বছর মেয়াদের জন্য অথবা তাঁদের বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্ত – যে শর্তটি আগে পূরণ হবে- কার্যকর থাকবে। তথ্য জানার অধিকার আইন, ২০০৫-র সংস্থান অনুযায়ী-এই নিয়োগগুলি করা হয়েছে।