ProMASS News Bureau: Mar 5, 2016:
সংস্কৃতি মন্ত্রকের জন্য ২০১৬-১৭ সালের বাজেটে মোট ২৫০০.০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে পরিকল্পনা খাতে বরাদ্দ করা হয়েছে ১৭৫৫.০০ কোটি টাকা এবং ৭৪৫.০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পরিকল্পনা-বহির্ভূত খাতে। সবমিলিয়ে সংস্কৃতি মন্ত্রকের জন্য বাজেট ২০১৬-১৭-তে বরাদ্দ আগেরবারের তুলনায় ১৭.৩০% বাড়ানোর হয়েছে। গত ২০১৫-১৬ সালের বাজেটে এই মন্ত্রকের জন্য পরিকল্পনা এবং পরিকল্পনা-বহির্ভূত খাতে বরাদ্দ করা হয়েছিল যথাক্রমে ১৪১৭ কোটি টাকা এবং ৭১৪ কোটি টাকা।
উল্লেখ্য, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এ এস আই)-এর জন্য পরিকল্পনা ও পরিকল্পনা-বহির্ভূত খাতে মোট ৬৮০.৬৩ কোটি টাকা ২০১৬-১৭ সালের বাজেটে বরাদ্দ করা হয়েছে। এ এস আই-এর অধীনে ২১টি ‘ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট’ সহ মোট ৩৬৮৬টি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত মনুমেন্ট রয়েছে।
এবারের বাজেট প্রস্তাবে সাংস্কৃতিক সংস্থাগুলির জন্য প্রায় ৪০২.৫৪ কোটি টাকা ধার্য করা হয়েছে এবং প্রায় ৪০৯.৩৫ কোটি টাকা মিউজিয়ামগুলির জন্য বরাদ্দ করা হয়েছে। লাইব্রেরি এবং আর্কাইভসমূহের জন্য ধার্য করা হয়েছে ২৪৪.২৮ কোটি টাকা। প্রথিতযশা ব্যক্তিদের বার্ষিক ও শতবার্ষিকী অনুষ্ঠান পালন এবং কলা সংস্কৃতি বিকাশ যোজনার জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে।
ভারত সরকার ২০১৬-১৭ সালে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবর্ষ এবং গুরু গোবিন্দ সিং-এর ৩৫০তম জন্মবার্ষিকীর জন্য ১০০ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রকের জন্য বরাদ্দকৃত মোট অর্থের মধ্যে ১০% বরাদ্দ করা হয়েছে উত্তর-পূর্বাঞ্চলে সংশ্লিষ্ট মূলধনী কাজকর্মের জন্য এবং উপজাতি সাব-প্ল্যানের জন্য ২% বরাদ্দ করা হয়েছে।