ProMASS, Oct 25, 2016:
শিল্পে আরো বিনিয়োগের লক্ষ্যে পঃ বঙ্গ সরকার রাজ্যের পাঁচটি শিল্প-তালুক থেকে কিছু পরিমান জমি শিল্প-উন্নয়ন নিগমের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বানার্জী-র পৌরোহিত্যে শিল্প-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিগম ঐ জমি আগ্রহী বেসরকারি শিল্প-সংস্থাকে বন্টন করবে বলে ঠিক হয়েছে।
এছাড়াও নিদিষ্ট আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে দক্ষিন ২৪ পরগনার ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি দেওযার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি এখানে নতুন শিল্প লগ্নি করবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
পাশাপাশি পানগড় শিল্প তালুকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বড়জোড়া শিল্প-তালুকে বেসরকারি প্ল্যাস্টো স্টিল প্ল্যান্ট ও বিচাম অ্যাসফল্ট টেকনোলজি লিমিটেডকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা এখানে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছে। এছাড়াও বর্ধমান ও সাঁকরাইল শিল্প তালুকেও কয়েকটি বেসরকারি সংস্থাকে জমি দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উচ্চ ও মধ্যবিত্তদের জন্যে হিডকো রাজারহাটে তাদের জমিতে ১০০টি প্লটের নতুন আবাসন তৈরি করবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।