Feb 20, 2017: নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, সাহসী সাংবাদিকতা করার অঙ্গীকার নিয়ে রবিবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের প্রথম সাধারণ সভা । আর এই সভার মধ্যদিয়ে গঠিত হলো সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি । আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই সভা উপলক্ষে এক আলোচনা চক্রের ব্যবস্থা করা হয়।
আলোচনা চক্রের বিষয়বস্তু ছিল – ওয়েবমিডিয়ার গুরুত্ব এবং প্রতিবন্ধকতা । সভার সূচনা করেন গুয়াহাটি প্রেস ক্লাবের সম্পাদক নব ঠাকুরিয়া । অনুষ্ঠানে পৌরহিত্য করেন ত্রিপুরা চেম্বার্স অব কমার্সের সভাপতি এম এল দেবনাথ । বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন বন দপ্তরের মুখ্য বন সংরক্ষক ডঃ এ কে গুপ্তা, ব্যাম্বো এন্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধিকর্তা ডঃ অমিতাভ কান্ত, বিশিষ্টচিকিৎসক ডাঃ অরূপ রায় বর্মণ, প্রবীণ সাংবাদিক গৌতম কর ভৌমিক, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম চাকমা, ওয়েব মিডিয়া ফোরামের চিফ এডভাইজার সৈয়দ সাজ্জাদ আলি, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা । আলোচনায় সাংবাদিকতা পেশা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিতঅতিথিরা । ওয়েব মিডিয়া ফোরামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাস্টিস এস এম আলি এওয়ার্ড প্রদান করা হয় রাজ্যের প্রতিথযশা সাংবাদিক প্রণব সরকারকে । উদ্বোধনী অনুষ্ঠানের পরবর্তীতে হয় প্রতিনিধি সম্মেলন ।