Mar 15,2017:
কৃষিকাজের সাথে যুক্ত কৃষকদের সুবিধার্থে জানানো হচ্ছে যে কৃষি বিভাগের অন্তর্গত কেন্দ্রীয় প্রকল্পে যে কোন প্রকার আর্থিক সুযোগ সুবিধা “ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডি.বি.টি)”এর মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়ার প্রস্তুতি চলছে। এর জন্য যত দ্রুত সম্ভব তথা আগামী ২৫শে মার্চ এর মধ্যে রাজ্যের কৃষক ভাইদের নাম এবং অন্যান্য তথ্য নিদিষ্ট ফর্ম পুরনের মাধ্যমে নিকটবর্তী গ্রাম সেবক (ভি.এল.ডব্লিও) কেন্দ্রে অবশ্যই নথীভুক্ত করতে হবে।
বিনামূল্যে রেজিস্ট্রেশন ফর্ম নিকটবর্তী গ্রাম সেবক (ভি.এল.ডব্লিও) কেন্দ্রে পাওয়া যাবে। ফর্মে নিম্নলিখিত তথ্যগুলি লিপিবদ্ধ করতে হবে:–
১)সুবিধাভোগির নাম। ২)সুবিধাভোগির পিতার নাম। ৩) সুবিধা ভোগির ঠিকানা। ৪)সুবিধাভোগির আধার নং। ৫) প্যানকার্ড নং। ৬)ব্যাংকের নাম। ৭)ব্যাংকের শাখার নাম। ৮) ব্যাংকএকাউন্টের শ্রেনী(সেভিংস/কারেন্ট)। ৯)এম.আই.সি.আর. কোড। ১০) ব্যাংকের আই.এফ.এস.সি কোড। ১১)ব্যাংকের একাউন্ট নম্বর। ১২) সুবিধাভোগির মোবাইল নং। ১৩)সুবিধাভোগির ই-মেইল আই.ডি(যদি থাকে)।
উপরোক্ত তথ্য গুলো সঠিক ভাবে ফর্মে লিখে ২৫শে মার্চের মধ্যে অবশ্যই নিকটবর্তী গ্রাম সেবক কেন্দ্রে জমা দিতে হবে।
প্রয়োজনে বিস্তারিত অবগতির জন্য নিকটবর্তী কৃষি সেক্টর আফিসার/কৃষি তত্বাবধায়ক/কৃষিউপ অধিকর্তার সঙ্গে যোগাযোগ করুন।
কৃষিতথ্য শাখা
রাজ্য কৃষি গবেষনাকেন্দ্র, অরুন্ধতীনগর
কৃষিবিভাগ, ত্রিপুরাসরকারের পক্ষ থেকেএকথা জানানো হয়েছে।