Mar 27, 2017: প্রতি বছরের ন্যায় এবারও দু’দিন ব্যাপী অম্বিকাকুন্ড বারুণী মেলা ও উৎসব কাল থেকে ইন্দুরাইল ভিলেজস্থিত বাজার প্রাঙ্গনে শুরু হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পানিসাগর ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা ও উৎসব উদ্বোধন করেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি সি’র কার্যনির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং। সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীতল দাস। উদ্বোধকের ভাষনে মন্ত্রী বিজিতা নাথ বলেন, মেলার মাধ্যমে জাতপাত ধর্ম, বর্ন সকল অংশের মানুষের পারস্পরিক মিলন ঘটে, গড়ে উঠে ঐক্য সংহতি ও সৌভ্রাতৃত্ববোধ। তিনি বলেন একটি ক্ষুদ্র অংশ রাজ্যে শান্তি-সম্প্রীতি বিনষ্টের অপপ্রচার চালাচ্ছে। এদের সম্পর্কে সজাগ ও সতর্ক থাকতে তিনি শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির ভাষনে উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস বলেন, মেলা ও উৎসব সবার জন্য। দুদিন ব্যাপি এই মেলা ও উৎসব শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির ভাষনে বিধায়ক সুবোধ দাস বলেন, প্রাচীন লুপ্তপ্রায় গ্রামিন শিল্পীদের সাংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে দু’দিনের এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এতে গ্রামীন শিল্পীদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহ বাড়বে। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন পানিসাগর ব্লকের বি ডি ও অনুপম চক্রবর্তী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান নীহার কান্তি দাস, সংশ্লিষ্ট নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান অজিত দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান রসময় নাথ, পঞ্চায়েত সমিতির শি্ক্ষা ও স্থায়ি কমিটির সভাপতি নীলকান্ত সিনহা, সমাজ সেবী সুকুমার নাথ সহ ইন্দুরাইল ভিলেজ কমিটির সদস্যগন। মেলায় বিভিন্ন দপ্তর থেকে প্রদর্শনী স্টল খোলা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।