July 19, 2017: বি জে পি-র এক প্রতিনিধিদল গতকাল রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাত করে জাতীয় সড়ক অবরোধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যপালকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন। প্রতিনিধিদলে ছিলেন বি জে পি-র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, পর্যবেক্ষক সুনীল দেওধর ,প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী প্রমুখ। এদিকে আই পি এফ টির ১০ সদস্যের এক প্রতিনিধিদল গতকাল রাজ্যপালের সাথে সাক্ষাত করে উদ্ভূত পরিস্থিতিতে নিয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আই পি এফ টির সভাপতি এন সি দেববর্মা। এদিকে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও এর তীব্র নিন্দা করেছেন সি পি আই এম। পার্টির রাজ্য সম্পাদক বিজন ধর এই ধরনের আন্দোলনকে সম্পূর্ন অগনতান্ত্রীক বলে মন্তব্য করেছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
এদিকে কংগ্রেস আজ সকাল থেকে সন্ধ্যা পর্য়ন্ত ১২ ঘন্টার ত্রিপুরা বনধ ডেকেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা আকাশবানীকে এই সংবাদ জানিয়ে বিজেপির বিরুদ্ধে আভিযোগ করে বলেন, বিজেপি রাজ্যকে ভাগ করার রাজনৈতিক ষড়যন্ত্র করছে। তিনি আরও আভিযোগ করেন অবরোধের ঘটনায় রাজ্য সরকারও মৌন ভূমিকা পালন করছে।