Aug 05, 2017: গোপন খবরের ভিত্তিতে রাজ্যের আরক্ষা দপ্তর গতকাল মাঝরাতে আগরতলা শহরতলি এলাকা থেকে প্রচুর পরিমানে গাঁজা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে S D P O সদর অশোক কুমার সিনহা, O C মিলন দত্ত এবং সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরির নেতৃত্বে পূর্ব থানার এক বিশাল পুলিশ বাহিনী কাশীপুর এলাকায় আগরওয়াল ট্রান্সপোর্ট-এর গুদামে হানা দেয়। সিপাহীজলা পুলিশ থানা থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে পূর্ব থানার পক্ষ থেকে এই অভিযান চালানো হয় বলে সিনহা জানিয়েছেন। এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
সিনহা আরও জানান, অভিযানে আনুমানিক ৫৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, প্রতি কেজি ৫০০০ টাকা হিসাবে যার বাজার মূল্য প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকা – সূত্রের খবর বর্হিরাজ্যে পাচারের উদ্দ্যেশে ঐ গাঁজা গুদামজাত করা হয়েছিল। অবশ্য এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয় নি।