Agartala, July 02: রাজনৈতিক দল হিসাবে জনগণের দাবি নিয়ে লড়াইয়ের সাংবিধানিক অধিকারে কেন বাঁধা দিচ্ছে পুলিশ প্রশাসন? করোনা অতিমারির সময়ে এবং লকডাউনের নিয়ম মেনে প্রতিবাদ কর্মসূচীতে পুলিশি বাঁধাতে সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। অথচ শাসক দলের কর্মসূচীতে পুলিশি বাঁধা নেই। এধরনের কাজ থেকে দূরে সরে মানুষের দাবি নিয়ে প্রতিবাদ করার উপযুক্ত পরিবেশ পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিয়ে করে দিতে হবে। বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত গোমতী জেলার পুলিশ সুপারের নিকট এই দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশান প্রদান করে সিপিআই(এম) গোমতী জেলা কমিটি। জেলাশাসককেও লিখিত ভাবে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া এদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানান সিদ্ধান্ত ও কর্মসূচির তীব্র সমালোচনা করেন সি পি আই এম এর নেতৃত্বরা। এদিন জামতলা স্থিত সি পি আই এম উদয়পুর বিভাগীয় কার্যালয়ে আহুত সাংবাদিক সন্মেলনে সাংবাদিকদের সামনে কথা গুলি বলেন সি পি আই এম গোমতী জেলা সম্পাদক মাধব সাহা এবং উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক মানিক বিশ্বাস।