- অগ্নি-৫ মিসাইলের সফল উৎক্ষেপন: গত ৩১ জানুয়ারি, ২০১৫-তে পরীক্ষামূলকভাবে আনবিকশক্তি সম্পন্ন অগ্নি-৫ ওড়িষা উপকূলবর্তী দ্বীপ থেকে উৎক্ষেপন করা হয়। স্বদেশী প্রযুক্তি ব্যবহার করে এই আন্ত:মহাদেশীয় ব্যালাসটিক মিসাইলটি তৈরি করা হয়েছে।
- সাইবার ক্রাইম রুখতে ই-রক্ষা: গুজরাট টেকনোলজি ইউনিভারসিটি’র উদ্যোগে ২৮ জানুয়ারি, ২০১৫ থেকে চালু হলো ই-রক্ষা গবেষণা কেন্দ্র। ক্রমবর্ধমান সাইবার অপরাধ রুখতে সাইবার পিস ফাউন্ডেশন (সি পি এফ)-এর সাথে যৌথভাবে এই কেন্দ্রটি গবেষণা কাজ করবে।
- সি আই এল’র শেয়ার: ভারত সরকার ৩০ জানুয়ারি মহারত্ন কোল ইন্ডিয়া লি (সি আই এল)-এর ১০% শেয়ার বিলগ্নী করেছে।
- ই-গভর্নেন্স-এর উপর ১৮তম সম্মেলন: গুজরাটের গান্ধীনগরে ৩০ জানুয়ারি, ২০১৫-তে অনুষ্ঠিত হয়েছে ই-গভর্নেন্স সংক্রান্ত ১৮তম সম্মেলন।
- জি এম ফুড চাষে মহারাষ্ট্র সরকারের সম্মতি: জিন পরিবর্তিত শস্যের পরীক্ষামূলক চাষাবাদ শুরু করতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এন ও সি) দিয়েছে মহারাস্ট্র সরকার। গত ৩১ জানুয়ারি, ২০১৫ ধান, চানা, বেগুন, তুলো ইত্যাদি চাষের জন্য এন ও সি-দেওয়া হয়েছে।
ADVERTISEMENT
বিস্তারিত তথ্য জানতে ই-মেল করুন: [email protected]
ADVERTISEMENT