Pro-MASS Knowledge Bench: Dec 16, 2015:
ADVERTISEMENT
- ভারতের পণ্য রপ্তানির পরিমান টানা ১২ মাস ধরে কমছে। নভেম্বর ২০১৫-তে রপ্তানির হার কমেছে ২৪.৪৩%।
- নভেম্বর ২০১৫-তে ভারতের আমদানি কমেছে ৩০.২৬%।
- ভারতের শ্রীহরিকোটা থেকে সিঙ্গাপুরের ৬টি উপগ্রহ ১৬ ডিসেম্বর, ২০১৫-তে উৎক্ষেপন করবে ইসরো।
- রাষ্ট্রসংঘ ১৪ ডিসেম্বর, ২০১৫-তে মানব বিকাশ সংক্রান্ত প্রতিবেদন, ২০১৫ প্রকাশ করেছে। প্রতিবেদনটি নাম দেওয়া হয়েছে – ‘ওয়ার্ক ফর হিউম্যান ডেভেলেপমেন্ট’। এই প্রতিবেদন অনুযায়ী মানব বিকাশ সূচক (এইচ ডি আই)-তে ভারতের স্থান ১৩০ তম স্থানে।
- ইজরাইল-আমেরিকান বেহালাবাদক ইতঝাক পার্লম্যান-কে ২০১৬ জেনেসিস পুরস্কারে ভূষিত করা হয়েছে।
For more on Çurrent Affairs, please regularly visit pro-mass.com and/or mail [email protected].
- India’s merchandise exports registered a decline for the 12th consecutive month, falling as much as 24.43% in Nov 2015.
- Indian imports fell by 30.26% during Nov 2015.
- ISRO will launch 6 Singapore satellites from Sriharikota on Dec 16, 2015.
- UN Human Development Report 2015 was released on Dec 14, 2015. Title of the report is ‘Work for Human Development’. As per the Human Development Report, 2015, India stands at 130th position in Human Development Index.
- Itzhak Perlman – the Israeli-American violinist was conferred with the 2016 Genesis Prize Laureate.
For more on Çurrent Affairs, please regularly visit pro-mass.com and/or mail [email protected].
ADVERTISEMENT