ProMASS News Bureau: Feb 1, 2016:
সামাজিক ক্ষেত্রের বিষয়গুলি নিয়ে খবর লেখার ক্ষেত্রে সংবাদ মাধ্যমে আরও সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে আজ রাজস্থানের জয়পুরে আঞ্চলিক সম্পাদকদের সম্মেলন শুরু হল। সম্মেলনের উদ্বোধন করে কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী মানেকা সঞ্জয় গান্ধী বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সংবাদ মাধ্যম সরকারের নীতি এবং কর্মসূচিগুলি সম্পর্কে সংবাদ সংগ্রহ করে জনগণের সামনে তুলে ধরে। সরকারি প্রকল্প কতখানি রূপায়িত হয়েছে বা সেগুলির প্রভাব কি সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদ মাধ্যম।
শ্রীমতী গান্ধী বিগত ২০ মাসের সরকারি কর্মসূচিগুলি আলোচনা করতে গিয়ে বলেন, সরকারি কর্মসূচি রূপায়িত করবার বিষয়সূচিগুলি তিনটি উপাদানের ওপর নির্ভরশীল। প্রথমত, আমাদের প্রাকৃতিক এবং মানবসম্পদকে শক্তিশালী করা। দ্বিতীয়ত, নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা এবং একইসঙ্গে সুযোগগুলির মধ্যে থেকেও বাছাই করে নেওয়ার ব্যবস্থা করে দেওয়া। তৃতীয়ত, নাগরিকদের জীবনের মান বাড়ানো। তাঁর অভিমত, জন ধন যোজনা প্রকল্পে ২০ কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে বিগত ১৬-১৭ মাসে। মুদ্রা যোজনায় ২ কোটি ক্ষুদ্র এবং ছোট উদ্যোগকে ৮৫ হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে মন্দা পরিলক্ষিত হওয়া সত্ত্বেও দেশে সরাসরি প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। ১২.৫ কোটির-ও বেশি মানুষকে বিমা ও পেনশনের সুযোগ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন প্রকল্পের মাধ্যমে।
শ্রীমতী গান্ধীর অভিমত, সরকারের কৃতিত্ব হচ্ছে এটি চিহ্নিত এলাকাগুলিতে জাতীয় বিকাশের পরিমাণগত এবং দীর্ঘস্থায়ী লক্ষ্যমাত্রা অর্জনে উপযুক্ত জায়গা করে নিতে পেরেছে।সম্মেলনে রাজস্থানের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী অরুণ চতুর্বেদীও বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক শ্রী ফ্র্যাঙ্ক নরোনহা। এই সম্মেলন উপলক্ষে বিজ্ঞান ও দৃশ্য প্রচার নির্দেশালয় আয়োজিত সরকারের কর্মসূচি এবং গতি বিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শ্রীমতী মানেকা সঞ্জয় গান্ধী।