October 04, 2017:
সব তারারা ঘুমিয়ে পড়েছে। তুমি কেন এখনো জেগে আছো ?
–তোমাকে আলো দেবো বলে।
এই কথা! একটু পরেই তো সূর্য উঠবে।
–তার আগে, তারাদের ঘুম আর সূর্যদেবের জাগার মাঝে, অন্ধকার যদি তোমাকে ঘিরে ধরে…
তাই তুমি ভোরের কিনারায় দাঁড়িয়ে আজও আমাকে আগলে রাখো শুকতারা?
…… পারমিতা