Apr 18, 2017: রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা মিশনের উদ্যোগে গতকাল থেকে রাজ্যে বিদ্যালয়ে ফিরে চল কর্মসূচী শুরু হয়েছে। এই কর্মসূচী চলবে আগামী ২০ শে এপ্রিল পর্যন্ত। ১৪ থেকে ১৮ বছর বয়সী বিদ্যালয় ছুট ছেলেমেয়েদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা এই কর্মসূচীর অন্যতম লক্ষ্য। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা মিশনের এক আধিকারিক জানান, রাজ্যে মাধ্যমিক স্তরে ড্রপ-আউটের হার ২৪ দশমিক তিন সাত শতাংশে। মূলত ড্রপ-আউটের হার কমানোর জন্য বিদ্যালয়ে ফিরে চল কর্মসূচী গ্রহন করা হয়েছে, মাধ্যমিক স্তরে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকগন স্কুলের রেকর্ড দেখে বিদ্যালয় ছুটদের চিহ্নিত করবেন এবং তাদের পুনরায় শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন।
এই কর্মসূচী সর্বাত্বক সফল করার জন্য শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী পিতামাতা সহ সমস্ত শিক্ষাদরদী জনগন, সেচ্ছাসেবী সংস্থা, জনপ্রতিনিধি,ত্রিস্তরীয় পঞ্চায়েত ও শিক্ষাকর্মীদের আন্তরিক অংশ গ্রহন ও সহযোগিতা কামনা করেছেন। (AIR NEWS)