ProMASS News Bureau: Sep 13, 2016: কর্ণাটক ও তামিলনাড়ুর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী আজ দেশবাসী, বিশেষত: কর্ণাটক ও তামিলনাড়ুর জনগণের প্রতি সংবেদনশীলতার সঙ্গে হিংসা পরিহার করে সমস্যার সমাধানে আহ্বান জানান। এক বার্তায় তিনি বলেন, কাবেরী নদীর জল বন্টনের বিষয়কে কেন্দ্র করে যে সমস্যা, তার পরিপ্রেক্ষিতে কর্ণাটক ও তামিলনাড়ুতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অত্যন্ত দুঃখজনক| এইরকম পরিস্থিতি হওয়ায় আমি ব্যক্তিগতভাবে বেদনাগ্রস্ত| হিংসা কোনো সমস্যার সমাধান করতে পারে না| গণতন্ত্রে সমাধান পাওয়া যায় সংযম ও পারস্পরিক আলোচনার মাধ্যমেই| এই বিরোধের সমাধান একমাত্র আইনি আওতায় করা সম্ভব| আইন ভাঙ্গা কোনো যুক্তিযুক্ত বিকল্প নয়| গত দু’দিন ধরে যে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা দেখা যাচ্ছে তাতে দরিদ্রদের এবং আমাদের জাতীয় সম্পত্তির শুধুমাত্র ক্ষতিসাধন ছাড়া আর কিছুই হচ্ছে না|
দেশ যখন প্রতিকুল পরিস্থিতির মুখোমুখি হয়েছে, কর্নাটক ও তামিলনাড়ুর মানুষ সারা দেশের মতই সবসময় সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন| আমি এই দুই রাজ্যের মানুষের প্রতি সংবেদনশীলতা প্রকাশের জন্য ও তাদের নাগরিক দায়িত্ব স্মরণে রাখার জন্য আহ্বান জানাই|আমি বিশ্বাস করি আপনারা সবকিছুর উপরে জাতীয় স্বার্থ ও জাতিগঠনকে স্থান দেবেন এবং সংযম, সম্প্রীতিকে অগ্রাধিকার দেবেন ও হিংসা, ধ্বংস তথা অগ্নিসংযোগ পরিহার করে শান্তিপূর্ণ সমাধান খুঁজবেন|