Feb 14, 2017: কালিম্পং আজ নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এ’টি হবে রাজ্যের ২১ তম জেলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুপুরে এক অনুষ্ঠানে কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষনা করবেন। এর জন্য গতরাতেই তিনি সেখানে পৌঁছেছেন।
সংবাদসূত্রে পাওয়া খবর অনুযায়ী, কালিম্পং-এর এই জেলা ঘোষনা উপলক্ষ্যে গোটা শহর সেজে উঠেছে। স্বাভাবিক কারণেই সেখানকার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশের সন্ধ্যাটিকে আকর্ষণীয় করে তুলতে সন্ধ্যায় সেখানে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সার্বিকভাবে এদিনের অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। উল্লেখ্য, আকাশবাণী, কোলকাতার খবরে জানা গেছে, কালিম্পং-এর প্রথম জেলাশাসক হচ্ছেন ডঃ বিশ্বনাথ।