Manas Paul
August 24, 2017: এক অপরূপ জ্যোৎস্না রাতে, জোনাকি জ্বলা আলোয়,….নিশ্চুপ, নিঝুম বনভূমির আলোআঁধারী দু হাতে পাশে সরিয়ে , অলৌকিক সব নিশিডাক এড়িয়ে …একটি মানুষ হেঁটে চলেছে। তার মুখে এক … হাসি হাসি ..’মুখোশ’।
সে পথ চলছে। সূর্যোদয়ের আগেই ওকে পৌঁছে যেতে হবে …… মুখোশ পরে , হেসে হেসে, …. অনেক দূরে — অচেনা সেই ঠিকানায় … কে যেন চুপি চুপি বলে গেলো তার মুখোশের পেছনে নীরব সেই প্রাচীন সুর ….মাইলস টু গো , মাইলস টু গো .. আবছা যেন শোনা যায় ,
আর তার পরেই —–তার হাসি হাসি মুখোশ বলে উঠে ….
আই নো … আই নো ….আই হ্যাভ টু কভার দ্য রোড উইথ ….এ মাস্ক ওন। ..উইথ এ মাস্ক ওন। …বিকজ — আই ডোন্ট ওয়ান্ট টুবি ওয়ান সো ড্যামড হুজ ফেস হ্যাজ সীন দ্য ফার্স্ট লাইট অফ এ ..ডন ,,এন্ড দেন দ্য ওয়ার্ল্ড ইন ডেলাইট ….আফটার এ ওয়াক থ্রু দ্য ম্যাজিক্যাল মিডসামার মুনলিট্ নাইট ….আই উড পারহাপ্স লাভ টু ডাই উইথ মাই মাস্ক ওন। বাট নেভার আই শ্যাল শো মাই ফেস টু ইউ ..ইন ডেলাইট ….
ওহ ,ইয়েস , নেভার ….