ProMASS, Khowai: Sep 9, 2016: সি পি আই (এম) খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে আধুনিক খোয়াই-এর রূপকার প্রয়াত জননেতা সমীর দেব সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২৮ আগষ্ট ভোর রাতে সমীর দেব সরকার প্রয়াত হন।
প্রয়াত সমীর দেব সরকার ছিলেন বিধানসভার মুখ্য সচেতক, সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য এবং খোয়াই জেলার জেলা সম্পাদক। আজকের স্মরণ সমাবেশের শুরুতেই প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সি পি আই (এম) পলিটব্যুরো সদস্য মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক বিজন ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের সমাবেশে প্রয়াত নেতার স্মরণে খোয়াই সি পি আই (এম) জেলা কমিটির উদ্যোগে ‘শ্রদ্ধাঞ্জলি’র প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী এই স্মরণিকাটির মলাট আনুষ্ঠানিক উন্মোচন করেন।
প্রয়াত নেতার স্মৃতিচারন করে মানিক সরকার বলেন, যেসব মানুষের সমস্যা রয়েছে, অথচ সমাধানের সামর্থ্য নেই, অন্যের উপর নির্ভরশীল – এরকম মানুষদের পাশে সমীর দেব সরকার দাঁড়িয়েছেন মূল্যবোধের চেতনা নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, তিনি অসময়ে চলে গেছেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে আরও ক্ষুরধার করার জন্য প্রতিনিয়ত প্রয়াস চালিয়েছেন। আজকের এই সমাবেশে উপস্থিত বিশাল জনসমুদ্র প্রমাণ করে যে, তিনি তাঁর প্রয়াসে সফল হয়েছেন। মানিক সরকার জানান, সমীর দেব সরকারের মতে জনগনই এখন শিক্ষক এবং দলীয় কর্মীরা ছাত্র। জনগনই উন্নয়নমূলক কাজ এবং কাজের ভুল-ক্রটি তুলে ধরবেন এবং দলীয় কর্মীরা সেগুলি বিচার বিশ্লেষণ করে কাজগুলি সমাপ্ত করবেন।