Mar 16, 2017: আগরতলার কাছেই আনন্দনগর এলাকায় বাস মৃৎশিল্পী অসীম রুদ্রপালের। বেশকিছুদিন আগেই খবরটি পেয়েছিলেন – রাজ্যসরকার মৃৎশিল্পীদের জন্য সামাজিক ভাতা প্রকল্প চালু করেছে। অবশ্য কেবলমাত্র মৃৎশিল্পীদের জন্যই নয়, এবারের রাজ্য বাজেটে সরকার মৃৎশিল্পী ছাড়াও কাষ্ঠশিল্পী, লৌহকার, লোকশিল্পী ও হরিজন-দের জন্য সামাজিক ভাতা চালু করেছে এরা মাসে ৭০০ টাকা করে ভাতা পাবেন। তবে এখানে একটি শর্ত আছে – যে সব পরিবারে সরকারী চাকুরীজীবী কেউ নেই, যাদের বয়স ৫৫ বছরের বেশি ও পরিবারের বাৎসরিক আয় ১ লক্ষ টাকার কম, তারাই এই ভাতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আজ রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন ২০১৬-১৭ অর্থবছর থেকে নতুন এই সামাজিক ভাতাগুলি চালু করা হবে। এই খবর পেয়ে খুব খুশি অসীমবাবু। বর্তমানে রাজ্যে দুর্বলতর শ্রেণীর জনগণের জন্য ২৮টি ভাতা চালু আছে। মোট ভাতা প্রাপকের সংখ্যা ৩ লক্ষ ২৩ হাজার।