*Manas Paul
Agartala, October 01, 2019:
Inspired by the quote –“Seize the day and then let it go”
হটাৎ করে এমন দিনে
পড়ল মনে কেন কে জানে
ভুলে গেছি কে লিখেছে,
হয়তো সত্যি, হয়তো মিছে
তবুও জানি, বাড়ছে বেলা
জীবনস্রোতে জমিয়ে চলা
কোন সে সময়,কোথায় কখন ?
কে চলেছে কার পেছন ?
হাতছানি ওই দূর আকাশে
আসছে মরণ মুচকি হেসে
জীবন মানেই একক বেলা
একার স্বপ্ন , একার খেলা
মিষ্টি হাওয়ায় মিষ্টি ভোর
কাশ বনে ওই শারদ দুপুর
চা বাগানের চাঁদনী রাত
প্রেমের নেশায় বাজিমাত
জানি বাপু , জানি জানি
পল অনুপল চলছে টানি
সবই একার স্বপ্ন ক্ষয়
এই ‘মাঝবয়স’ ও…
….. আমার নয়
*Manas Paul is a senior journalist and executive editor premier English Daily – Tripura Times published from Agartala, Tripura.