December 11, 2017:
ওরে বাবা!আমার কি আর সেই সুযোগ আছে?
-কেন?
-এত তড়িঘড়ি করে চললে কোথায়?একটু দাঁড়াও….
– ওরে বাবা!আমার কি আর সেই সুযোগ আছে?
-কেন?কেন নেই সেই সুযোগ?
-আমি দাঁড়ালে তোমরা এগিয়ে যাবে কেমন করে?
-তোমার দাঁড়ানোর সাথে আমার এগিয়ে যাবার কি সম্পর্ক?
-তুমি তাহলে আমাকে চেনো না। আমি সময়।তোমাদের ওঠা-বসা,খাওয়া-ঘুম,কাজকর্ম ,এমন কি জীবনমৃত্যুও আমার হাতে বাঁধা।
– একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে?
-করো,করো না…
– তুমি কি কেবল এগিয়ে যাও? পিছিয়ে যেতে পারো না?
-হা হা হা হা… বেশ বললে তো তুমি! সবাই তো এগোতে চায়। আর তুমি চাইছো পিছোতে!বেশ অদ্ভূত ব্যাপার তো! তা আমি যদি পিছিয়ে যাই তাহলে তোমার কি লাভ হবে?
-সময়! আমি তবে আমার হারানো শৈশব ফিরে পাবো।ফিরে পাবো আমার বাবা-মাকে,কাকা কাকীমাকে। ছোটবেলার ডাংগুলি,ইকির মিকির, ঠাকুরদাদার হাত ধরে আলপথ ধরে হেঁটে চলা, ঠাকুর্মার গল্প ,দিদার বানানো আচার ,মামার সাথে পুকুরে ছিপ ফেলে বসে থাকা….সব সব ফিরে পাবো।
-আ…র..?
-জীবনের অগোছালো বর্ণমালাগুলোকে গুছিয়ে নেবো,হারিয়ে যাওয়া শব্দগুলোকে আবার খুঁজে আনবো।
– চলাই আমার কাজ। থামা আর পিছিয়ে চলার কাপুরুষতা আমার নেই। বিদায় বন্ধু। তোমার আগামী দিনের বর্ণমালাগুলো রঙিন আর গোছানো হোক।এগোলাম….
পারমিতা।