ProMASS News Bureau: Aug 28, 2016: খেলাধুলা মানে সময়ের অপচয় – এমন ধারণা বদলের সময় হয়েছে। অলিম্পিকের মত ক্রীড়াক্ষেত্রে দেশের মুখ উজ্জ্বল করতে দরকার একটি দূরদৃষ্টিসম্পন্ন উন্নতমানের পরিকল্পনা। আজ ২৩ তম ‘মন কী বাত’ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিও অলিম্পিকে দেশের ক্রীড়া প্রদর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০২০, ২০২৪ এবং ২০২৮ সালের অলিম্পিক গেমস-কে সামনে রেখে সুসংহত পরিকল্পনা রচনা করতে তিনি একটি কমিটি গঠন করেছেন। অনুরূপভাবে রাজ্য সরকারগুলিকেও তিনি কমিটি গঠন করার জন্য আহ্বান জানান এবং সংশ্লিষ্ট রাজ্য যে যে খেলায় দক্ষ, সেইসব ক্রীড়ার উপর গুরুত্বারোপ করার জন্য আবেদন করেন। অভিনব বিন্দ্রা এবং দীপা কর্মকার অল্পের জন্য মেডেল না পেলেও, প্রধানমন্ত্রী তাঁদের ক্রীড়া প্রদর্শনের প্রশংসা করেন এবং অন্য খেলোয়াড়রা, যারা উন্নত প্রদর্শনের পরেও মেডেল জিততে পারেন নি, তাঁদের প্রতিও তিনি ধন্যবাদ জানিয়েছেন।
পি ভি সিন্ধুর গুরু হিসেবে ব্যাডমিন্টন কোচ পি গোপীচাঁদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জীবনে শিক্ষকের ভূমিকার বাস্তব রূপ ফুটিয়ে তুলেছেন গোপীচাঁদ। হকির জাদুকর ধ্যানচাঁদের কথাও তিনি উল্লেখ করেন। আগামীকাল ধ্যানচাঁদের জন্মদিন। ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক পণ্য ও পরিষেবা কর বিল সংসদে পাশ হওয়ার মাধ্যমে চলতি বছরের আগষ্ট মাসে ঐক্যের শক্তি মূর্ত হয়েছে। মোদি বলেন, মতপার্থক্য সত্ত্বেও ৯০টির বেশি রাজনৈতিক দল সম্মিলিতভাবে এই বিলটি পাশ করেছে।
গণতন্ত্রে জনশক্তির অর্থ হল সমস্যা নিরসনে সমাধান খুঁজে বের করা। এপ্রসঙ্গে তিনি লোকমান্য তিলকের “স্বরাজ আমার জন্মগত অধিকার’ – এই বিখ্যাত উক্তির উল্লেখ করে স্বাধীন ভারতে বসবাসকারিদের উন্নত মানের শাসন ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে বলেন। সম্প্রতি চালু হওয়া আকাশবাণির ‘মৈত্রী’ চ্যানেল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করতে এটি চালু করা হয়েছে। দেশের বিদেশ নীতির অনুকুল এধরণের উদ্যোগ নেওয়ায় তিনি আকাশবাণি-কে অভিনন্দন জানান।
পরিচ্ছন্নতার উপর তিন থেকে চার মিনিটের স্বল্পদৈর্ঘ্যের ফিল্ম বানিয়ে MyGov-এর মাধ্যমে তাঁর কাছে পাঠাতে প্রধানমন্ত্রী জনগণের কাছে আহ্বান জানান। এই উদ্যোগ স্বচ্ছ ভারত মিশন সহায়ক বলে তিনি মন্তব্য করেন। গণেশ চতুর্থী এবং দূর্গা পুজা উপলক্ষ্যে পরিবেশ বান্ধব মূর্তি বানাতে তিনি আহ্বান জানান। যেসব নাগরিক গ্যাসে ভুর্তকী স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদসূচক চিঠি পাঠানোর চেষ্টা তিনি করছেন বলেন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ৪ সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত’ উপাধি দেওয়া হবে। ভারতবাসীর পক্ষে ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। দেশের বৈচিত্র-বিভিন্নতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এই বৈচিত্রপূর্ণ বিভিন্নতার মাঝে একতার বন্ধন বজায় রাখতে, নাগরিকদের স্বার্থে, সমাজ ও সরকারের জন্য, একতা-কে মজবুত করে, ভবিষ্যতকে উজ্জ্বল করে এমন বিষয়-বক্তব্যসমূহের উপর বিশেষ নজর দেওয়া হল আমাদের সবার দায়িত্ব।